No Internet Connection !

সিটি কর্পোরেশন

প্রশ্ন: বর্তমানে দেশে সিটি কর্পোরেশন কতটি? উ: ১৩ টি।

✅ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন

✅ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন

✅ চট্টগ্রাম সিটি কর্পোরেশন

✅ রাজশাহী সিটি কর্পোরেশন

✅ খুলনা সিটি কর্পোরেশন

✅ বরিশাল সিটি কর্পোরেশন

✅ বগুড়া সিটি কর্পোরেশন

✅ সিলেট সিটি কর্পোরেশন

✅ রংপুর সিটি কর্পোরেশন

✅ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন

✅ গাজীপুর সিটি কর্পোরেশন

✅ কুমিল্লা সিটি কর্পোরেশন

✅ ময়মনসিংহ সিটি কর্পোরেশন


প্রশ্ন: বাংলাদেশে প্রথম সিটি কর্পোরেশন কোনটি? উ: ঢাকা সিটি কর্পোরেশন।
প্রশ্ন: ঢাকা কখন প্রথম পৌরসভার মর্যাদা লাভ করে? উ: ১ আগস্ট ১৮৬৪ সালে।
প্রশ্ন: ঢাকা সিটি কর্পোরেশনে প্রথম নির্বাচন হয় কত সালে? উ:১৯৯৪ সালে।
প্রশ্ন: ঢাকা সিটি কর্পোরেশনে প্রথম নির্বাচিত মেয়র কে? উ: মোহাম্মদ হানিফ।
প্রশ্ন: ঢাকা পৌরসভাকে কবে 'ঢাকা মিউনিসিপ্যাল কর্পোরেশন' এ উন্নীত করা হয়? উ: ৩০ সেপ্টেম্বর ১৯৭৮।
প্রশ্ন: ঢাকা পৌর কর্পোরেশন কে সিটি কর্পোরেশনে রূপান্তরিত করা হয় কত সালে? উ:১৯৮৯ সালে।
top
Back
Home
Gsearch